ঢাকা ০১ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

যুব সমাজকে মাদক থেকে বাঁচাতে ইমাম ও মুয়াজ্জেমদের সহায়তা চাইলেন

যুব সমাজকে মাদক থেকে বাঁচাতে ইমাম ও মুয়াজ্জেমদের সহায়তা চাইলেন

যুব সমাজকে নাশকতা ও মাদক থেকে বাঁচাতে ইমাম ও মুয়াজ্জেমদের সহায়তা চাইলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ। যুব সমাজকে যাতে কেউ বিপথগামী করতে না পারে, সেজন্য ধর্মীয় প্রতিনিধিদের ভূমিকা থাকা জরুরি বলে মন্তব্য করেছেন তিনি।

রাজশাহীর পবায় সন্ত্রাস, সহিংসতা, সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং মাদক, নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ প্রতিরোধ, সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা ও জনগণের জানমালের নিরাপত্তাবিষয়ে করণীয় শীর্ষক মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়। গতকাল রোববার সকালে পবা মডেল মসজিদ চত্বরে ইসলামিক ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে। এমপি আসাদুজ্জামান বলেন, ইমামরা সমাজে সম্মানিত মানুষ। আপনাদের মতামত উপদেশ একটি সমাজকে সঠিক পথে রাখতে সহায়ক হিসেবে কাজ করে। আর এই সমাজে শান্তি শৃঙ্খলা, উন্নয়ন বজায় রাখা আপনার আমার সবারই দায়িত্ব কর্তব্য। কোটা আন্দোলন ইস্যুর উপর ভর করে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা যাতে অপরাজনীতি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান এমপি আসাদ। ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় পরিচালক আনিসুজ্জামান সিকদার, পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন ডাবলু, ভাইস চেয়ারম্যান ফরিদুল ইসলাম রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান পপি খাতুন ও পবা থানার অফিসার ইনচার্জ সোহরওয়ার্দী হোসেনসহ উপজেলার মসজিদগুলোর ইমাম ও মসজিদগুলোর ইমাম ও মুয়াজ্জেমরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত