৯ বিচারপতিকে স্থায়ী করে প্রজ্ঞাপন

প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত ৯ বিচারপতিকে স্থায়ী করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ প্রজ্ঞাপন জারি করে সুপ্রিমকোর্ট প্রশাসন। বিকাল সাড়ে ৩টায় তাদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বিষয়টি জানিয়েছেন সুপ্রিমকোর্টের পাবলিক রিলেশন অফিসার মো. শফিকুল ইসলাম।

যাদের স্থায়ী বিচারপতি করা হয়েছে তারা হলেন- মোহাম্মদ শওকত আলী চৌধুরী, মোহাম্মদ আতাবুল্লাহ, বিশ্বজিৎ দেবনাথ, মোহাম্মদ আলী রেজা, মোহাম্মদ বজলুর রহমান, কেএম ইমরুল কায়েস, ফাহমিদা কাদের, মোহাম্মদ বশিরউল্লাহ, কেএম রবিউল হাসান। এছাড়াও বিচারপতি মো. আমিনুল ইসলাম ও বিচারপতি এসএম মাসুদ হোসেন দোলনকে আরো ছয় মাসের জন্য অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।