অ্যাক্রেডিটেশন সনদ পেলো বিএসটিআই

প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (ব্যাব) হতে অ্যাক্রেডিটেশন সনদ পেলো বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। গত মঙ্গলবার শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানার নিকট থেকে অ্যাক্রেডিটেশন সনদ গ্রহণ করেন বিএসটিআই মহাপরিচালক (গ্রেড-১) এসএম ফেরদৌস আলম। এ সময় ব্যাবের মহাপরিচালক মু. আনোয়ারুল আলমসহ শিল্প মন্ত্রণালয়, বিএসটিআই এবং ব্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে বিএসটিআই’র রসায়ন, খাদ্য, মাইক্রোবায়োলজি, সিমেন্ট এবং টেক্সটাইল টেস্টিং National Accreditation Board for Testing & Calibration Laboratories (NABL)) থেকে অ্যাক্রেডিটেশন অর্জন করে। ব্যাব প্রতিষ্ঠার পর থেকে বিএসটিআই’র রসায়ন, খাদ্য, মাইক্রোবায়োলজি, সিমেন্ট এবং টেক্সটাইল টেস্টিং ল্যাবরেটরিসমূহ লাভ করে। বর্তমানে ইলেকট্রিক্যাল পণ্যসহ ৩৭টি পণ্যের ৩০৬টি প্যারামিটার ব্যাব কর্তৃক অ্যাক্রেডিটেড।