ঢাকা ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রাজশাহীতে ২৪ ঘণ্টায় ৪৬ মিলিমিটার বৃষ্টি

রাজশাহীতে ২৪ ঘণ্টায় ৪৬ মিলিমিটার বৃষ্টি

মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি হচ্ছে বিভাগীয় শহর রাজশাহীতেও। কখনো গুঁড়িগুঁড়ি, কখনো মাঝারি এবং কখনো ভারী বর্ষণ চলছে থেমে থেমে। এর মধ্যে শ্রাবণে যেন স্বরূপে ফিরেছে বর্ষা। যে কারণে এরই মধ্যে জলমগ্ন হয়ে পড়েছে রাজশাহী মহানগরীর নিম্ন ও মধ্যাঞ্চল। বেশ কিছু দিন থেকে রাজশাহীতে তীব্র রোদ ও ভ্যাপসা গরম পড়ছিল। মৌসুমি বর্ষণে গরমের সে দাপট কিছুটা হলেও কমেছে। এতে জনমনে স্বস্তি ফিরেছে। গত ২৪ ঘণ্টায় ৪৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার।

এর আগে আষাঢ় মাসেও মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে রাজশাহীতে। কাঙ্ক্ষিত বৃষ্টির তেমন দেখা পাওয়া যায়নি। তবে ১১ জুলাই সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে ১২ জুলাই সকাল ৬টা পর্যন্ত রাজশাহীতে ১৩৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়। আর এটিই ছিল এখন পর্যন্ত চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত। এরপর আবারো তেঁতে ওঠে রাজশাহী। এতে নগরজীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। তবে মধ্য শ্রাবণে দেখা মিলেছে কাঙ্ক্ষিত বৃষ্টির। গত বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে রাজশাহীতে থেকে থেমে বৃষ্টি হচ্ছে। গতকাল শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় রাজশাহীতে ৪৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতেই নিচু এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। তাই স্বস্তির বৃষ্টি কেথাও কোথাও হয়ে দাঁড়িয়েছে দুর্ভোগের কারণ। বিশেষ করে রাজশাহী মহানগরীর সাহেববাজার, জিরোপয়েন্ট, মাস্টারপাড়া, গণকপাড়া, উপশহর, বর্ণালির মোড়সহ বেশকিছু নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত