ঢাকা ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চরাঞ্চলে বিপুল টাকা ব্যয়

নির্মাণাধীন মুজিব কিল্লার একাংশ ধস কমিটি গঠন

নির্মাণাধীন মুজিব কিল্লার একাংশ ধস কমিটি গঠন

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলে যমুনার তীরে নির্মাণাধীন মুজিব কিল্লার একাংশ ধসে পড়েছে। গত মাসের শেষদিকে এ প্রকল্প নির্মাণকাজ শেষ হওয়ার ছিল। কিন্তু নির্মাণ শেষ হওয়ার আগেই যমুনার স্রোতে ভেঙে পড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার চরাঞ্চলের চর-গিরিশ এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্বাবধানে ২ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে এ মুজিব কিল্লা নির্মাণ কাজ শুরু করে। ২০২২ সালের ৪ ডিসেম্বর স্থানীয় এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয় এটির ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। নির্বাচিত ঠিকাদারী প্রতিষ্ঠান এ কাজ বাস্তবায়ন করছে। নির্মাণাধীন এ মুজিব কিল্লার একাংশ যমুনার স্রোতে ধসে পড়ে গত মাসের প্রথম সপ্তাহে। নদীভাঙন ও ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগ থেকে চরাঞ্চলের মানুষের জানমাল রক্ষায় নির্মিত এ মুজিব কিল্লা টিকবে কি না তা নিয়ে আশংকা রয়েছে। নদীর পানি নিষ্কাশনের জন্য মুজিব কিল্লার পূর্ব পাশে একটি কালভার্ট রয়েছে এবং ২ বছর আগে বন্ধ করে দেয়া হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত