ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু

ব্যাংক বন্ধের ফলে পণ্যের শুল্ক পরিশোধ করতে না পারায় ও পরবর্তীতে শেখ হাসিনার পদত্যাগের ফলে সৃষ্ট পরিস্থিতির কারণে ৩৬ ঘণ্টা বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল সোয়া ৫টার দিকে ভারত থেকে আমদানিকৃত কাঁচা মরিচ বোঝাই ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি চালু হয়। এর আগে গত সোমবার সকাল থেকে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। সরকারিভাবে সাধারণ ছুটি ঘোষণা করায় ব্যাংক বন্ধ থাকায় আমদানিকৃত পণ্যের শুল্ক পরিশোধ করতে না পারায় বন্দর থেকে পণ্য ছাড় নিতে পারেননি আমদানিকারকরা। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আশরাফুল বাংলা ট্রিবিউনকে বলেন, ??‘হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে গত সোমবার দুই দেশের মাঝে যাত্রী পারাপার চালু ছিল। গতকাল মঙ্গলবারও চালু রয়েছে।’ হিলি স্থলবন্দরের ব্যবস্থাপনা পরিচালকের পিএস জোবায়ের ডেভিড বলেন, গতকাল বিকাল সোয়া ৫টায় ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক বন্দরের ভেতরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। সেই সঙ্গে বন্দরের ভেতরের সব কার্যক্রম শুরু হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত