ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সংখ্যালঘুদের উপাসনালয় পাহারায়

ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা
সংখ্যালঘুদের উপাসনালয় পাহারায়

গত সোমবার বিকালে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া ও আশপাশের এলাকায় উৎফুল্ল ছাত্র জনতা যখন উল্লাসে মেতে উঠেছিল তখন একশ্রেণির দুর্বৃত্ত মেতে উঠে লুটপাটের উৎসবে। গত সোমবার রাতেও সরকারি বেসরকারি ও আওয়ামী লীগের দলীয় বেশ কিছু কার্যালয়সহ ক্ষমতাসীন দলের এমপিদের বাসভবন ও ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা চালায় বিক্ষুব্দ জনতা। রাতে গুজব ছড়িয়ে পড়ে নারায়ণগঞ্জে সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন উপাসনালয় ও তাদের বসতবাড়িতে হামলা করা হচ্ছে। তবে খবর পেয়ে রাতের বেলাতেই মন্দিরসহ সংখ্যালঘুদের উপাসনালয় পাহারায় নামে নারায়ণগঞ্জ ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা।

জানা গেছে, গত সোমবার শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শামীম ওসমানের দাদার বাড়ি বায়তুল আমান, উত্তর চাষাঢ়ায় শামীম ওসমানের পৈত্রিক বাড়ি হীরা মহল, সেলিম ওসমানের আলিশান বাড়ি, জামতলায় শামীম ওসমানের আলিশান বাড়ি, আড়াইহাজারে এমপি বাবুর বসতবাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় বিভিন্ন সামগ্রীও লুটপাট করা হয়। এছাড়া নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সভাপতি আসিফ হাসান মানু, প্রয়াত নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের বাড়িতে হামলা লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। লুটপাট ও ভাঙচুর করা হয় ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাবেও। নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনস ও সিদ্ধিরগঞ্জ থানাতেও লুটপাট চালানো হয়। এছাড়াও আওয়ামীলীগ নেতাদের মালিকানাধীন রেষ্টুরেন্টসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা চালানো হয়। নারায়ণগঞ্জের বিভিন্ন পাড়া মহল্লায় আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা ও লুটপাট চালানোর খবর পাওয়া যায়। রাতে খবর ছড়িয়ে পড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয় ও বসতবাড়িতেও হামলা চালানো হচ্ছে। জেলা প্রশাসকের মাধ্যমে এই খবর পেয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ?মুফতি মাসুম বিল্লাহর নেতৃত্বে নারায়ণগঞ্জে মন্দিরসহ সংখ্যালঘুদের উপাসনালয় পাহারা দিতে দেখা যায় ইসলামী আন্দোলন ও যুব আন্দোলনের দায়িত্বশীল নেতারা। এছাড়া গতকাল মঙ্গলবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় যানবাহনের শৃঙ্খলার জন্য ট্রাফিক কন্ট্রোল এবং ধ্বংসস্তূপ পরিষ্কার করেছেন ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মী। এছাড়া গত সোমবার রাতেই নারায়ণগঞ্জ পুলিশ লাইনসসহ বিভিন্ন স্থাপনা পাহাড়ায় নিয়োজিত ছিলেন ইসলামী আন্দোলনের নেতারা। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। সব ধর্মাবলম্বীদের অবাধ বিচরণের স্থান বাংলাদেশ। ইসলাম ধর্ম সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করেছে। গতকাল মঙ্গলবার ইসলামী আন্দোলনের নেতারা বিভিন্ন মন্দির পাহারা দিয়েছেন। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত