ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণসহ সামাজিক কাজে শিক্ষার্থীরা

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বরিশাল ব্যুরো

সেনাবাহিনী ছাড়া মাঠে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা না থাকলেও বরিশালে অনেকটাই স্বাভাবিক রয়েছে সাধারণ মানুষের চলাচল। গতকাল বুধবার দিনভর ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা কার্যক্রম, এলাকাভিত্তিক পাহারা প্রদানসহ নানা সমাজসেবা মূলক কাজে অংশ নিয়েছে শিক্ষার্থীরা।

নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন ধর্মের উপসনালয়গুলোতে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে বলে জানা গেছে।

এ কারণে নগরীর দোকানপাটসহ, সপিংমল ও অফিস আদালত খুলেছে। গত কয়েকদিনের চেয়ে সড়কগুলোতে রিকশা, ব্যাটারি রিকশা, অটোরিকশাসহ বিভিন্ন ধরণের গণপরিবহণ এবং মোটরসাইকেলসহ ব্যক্তিগত গাড়ির চলাচল বেড়েছে।

আর বাড়তি গাড়ির চাপ সামাল দিতে সড়কে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতে শিক্ষার্থীরা মাঠপর্যায়ে কাজ করছে। তবে মঙ্গলবারের থেকে গতকাল বুধবারে ট্রাফিক ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রম উপস্থিতি যেমন বেড়েছে, তেমনি তাদের কর্ম এলাকাও বাড়ানো হয়েছে।