ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রাজশাহী চিড়িয়াখানা পরিদর্শন করলেন বিবিসিএফ সদস্যরা

রাজশাহী চিড়িয়াখানা পরিদর্শন করলেন বিবিসিএফ সদস্যরা

দেশে চলমান সহিংস পরিস্থিতির মধ্যে গত ০৫ আগস্ট ২০২৪ তারিখ রাতে রাজশাহী চিড়িয়াখানায় ব্যাপক হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বত্তরা। লুটপাটের সময় চিড়িয়াখানার বিভিন্ন পশুপাখিও লুটপাট করা হয়। একই সঙ্গে ঠিকাদার পালিয়ে যাওয়ায় এবং সিটি কর্পোরেশনের অচলাবস্থার মধ্যে খাদ্য সংকটে পরে চিড়িয়াখানায় থাকা হরিণ ও বিপন্ন প্রজাতির ঘড়িয়াল। উদ্ভুত পরিস্থিতিতে চিড়িয়াখানার নিরাপত্তার দায়িত্ব নেয় সাধারণ ছাত্র সমাজ। বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন এর পক্ষ থেকে হরিণ ও ঘড়িয়ালের জন্য দুই দিনের খাবারের ব্যবস্থা করা হয়। পরবর্তীতে সিটি কর্পোরেশনের সঙ্গে যোগাযোগ করে খাবারের ব্যবস্থা করা হয়। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বিবিসিএফ এর দুই সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল অদ্য চিড়িয়াখানা পরিদর্শন করে।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সেভ দি ন্যাচার অ্যান্ড লাইফ এর সভাপতি মো. মিজানুর রহমান ইউসূফী এবং বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন এর সাধারণ সম্পাদক প্রকৌশলী জুনায়েদ আহমেদ। পরিদর্শনকালে চিড়িয়াখানার সুপারভাইজার জানান, সংস্কারের পর চিড়িয়াখানায় ১১৬টি হরিণ, ২টি বিপন্ন প্রজাতির ঘড়িয়াল এবং দুই শতাধিক বিভিন্ন প্রজাতির পাখি আনা হয়। সেদিনের হামলা ও লুটপাটের সময় অস্ত্রের মুখে সব পাখি নিয়ে যায় দুর্বত্তরা।

৩টি হরিণ নিয়ে যাবার সময় আটকায় ছাত্ররা। এছাড়া পুকুর হতে প্রায় ১৮ মণের মতো বিভিন্ন মাছ ধরে নিয়ে যায় দুর্বত্তরা। একই সঙ্গে চিড়িয়াখানার চেয়ার-টেবিল থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায় তারা। পরবর্তীতে সাধারণ ছাত্র সমাজ ও বিবিসিএফ এর তৎপরতায় অনেকে টেবিল-চেয়ার, আলমারী ও জিনিসপত্র ফেরৎ দিয়ে যেতে থাকেন। তবে দুই শতাধিক বিরল পাখিগুলো এখনো পাওয়া যায় নি। চিড়িয়াখানায় থাকা হরিণ ও ঘড়িয়ালের সুরক্ষা, নিরাপত্তা ও দেখাশোনার ব্যাপারে চিড়িয়াখানার সুপারভাইজার ও ছাত্রদেরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন বিবিসিএফ এর প্রতিনিধিরা। একই সঙ্গে চিড়িয়াখানার প্রাণীগুলো রক্ষায় এগিয়ে আসায় ছাত্রদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত