অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কামনা করেছে

ইসলামী গণতান্ত্রিক পার্টি

প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ড. মুহাম্মদ ইউনূস এর নেতৃত্বাধীন নবগঠিত অন্তবর্তীকালীন সরকার কে অভিনন্দন জানিয়ে ও এ সরকারের সফলতা কামনা করে ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব, সাবেক পিপি অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম খান এক বিবৃতিতে বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তন এসেছে সেই পরিবর্তন কে সুসংহত করতে হবে এবং এই শক্তিকে সক্রিয় রাখতে হবে। কেন না নব্বইয়ের গণঅভ্যুত্থান পরবর্তী প্রতারণা ও ভুলের পুনরাবৃত্তি হতে দেয়া যাবে না। এবারের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে ছাত্ররা আর নব্বইয়ের গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল রাজনৈতিক দলগুলো। সেই রাজনৈতিক দলের তিন জোট সম্মিলিত ভাবে পরবর্তী করণীয় বিষয়ে একটি রূপরেখা দিয়েছিল। কিন্তু তিন জোটের রূপরেখার অংশীদার সবাই পরবর্তী সময়ে ক্ষমতায় গিয়ে রূপরেখা বিরোধী কাজ করেছে। তাই এবার অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বেই দ্রুততার সঙ্গে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা ও স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনসহ প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার সম্পন্ন করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।