আমাদের বিনা অপরাধে শাস্তি দেয়া হয়েছে

সাবেক বিডিআর সদস্যরা

প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি। আমরা আমাদের কর্তব্য ঠিক মতো করছিলাম। হঠাৎ করে আমাদের বলা হয় সেনাবাহিনী তোমাদের ক্যাম্পে আক্রমণ করছে তোমরা প্রস্তুত হও। আমরাও প্রস্তুত হই এবং বিভিন্ন ধরনের ফায়ার করি। আরে ফায়ারের কারণে আমাদের দুইটা ক্ষতি করা হয়েছে। এক চাকরি সুতো করা হয়েছে অন্যদিকে জেল খাটানো হয়েছে। আমরা কোনো মানুষকে মারিনি শুধু আমরা ফায়ার করেছি। এসব কারণে আমাদেরকে দুটি শাস্তি ভোগ করতে হয়েছে। কথাগুলো মনের আক্ষেপে বলেন সাবেক বিডিআর সদস্যরা। গতকাল শুক্রবার দুপুরে শাহবাগে মানববন্ধনে সাবেক বিডিআর সদস্যরা এই দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের সব প্রাপ্য আমাদের ফেরত দিতে। আমাদের চাকরিতে আবারো পুনর্বহাল করতে হবে। আওয়ামী লীগ সরকার আমাদেরকে আমাদের হক থেকে বঞ্চিত করেছে।