নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ১০ প্রস্তাব

বাপ্পি সরদার

প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

জনগণের প্রত্যাশা অনুযায়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার ১০ প্রস্তাবনা দিয়েছেন। তা হলো-

১/ নতুন রাজনৈতিক দল নিবন্ধন আইন বাতিল করা।

২/ স্থায়ী সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা।

৩/ নির্বাচন কমিশনের ক্ষমতায়ন ও নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা আনা।

৪/ দুর্নীতি বন্ধে জাতীয় কাউন্সিল গঠন এবং তদন্ত কর্মকর্তার তদন্ত ব্যর্থ প্রমাণিত হলে চাকরি বাতিলের বিধান করা।

৫/ পরিবেশ বিপর্যয় রোধ করতে স্টেক হোল্ডারদের নিয়ে জাতীয় পরিবেশ কাউন্সিল গঠন, নদী ও খালের জায়গা পুনরুদ্ধার করতে আগামী এক সপ্তাহের মধ্যে অভিযান চালু করা।

৬/ সর্বক্ষেত্রে নিয়োগ পদ্ধতির স্বচ্ছতা আনতে জাতীয় নিয়োগ বোর্ড পুনর্গঠন ও কর্ম ভিত্তিক শিক্ষা পদ্ধতি চালু করা।

৭/ উপকূল ভিত্তিক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে বিশেষ তহবিল গঠন ও জেলা ও উপজেলা ভিত্তিক আবাসন নীতিমালা প্রণয়ন।

৮/ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সিন্ডিকেট পদ্ধতির অবসান ঘটাতে জেলা ও উপজেলা ভিত্তিক সরকারিভাবে পণ্য ক্রয় ও বিপণন ব্যবস্থা চালু করা।

৯/ গণমাধ্যমের অবাধ স্বাধীনতা প্রদান ও ভিন্ন মতাদর্শী রাজনৈতিক দলের সভা- সমাবেশ করতে প্রশাসনের অনুমতি গ্রহণ বাধ্যতামূলক না করা।

১০/ প্রবাসী শ্রমিকদের বিদেশ গমন ও আগমনের বিমানবন্দরে হয়রানি বন্ধ, বিদেশি দূতাবাসে সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে দক্ষ যোগ্য হাই কমিশনার নিয়োগ, প্রবাসী শ্রমিকের মৃত লাশ দেশে আনতে বিনামূল্যে সরকারি ব্যবস্থাপনা চালু করা।