ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ১০ প্রস্তাব

বাপ্পি সরদার
নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ১০ প্রস্তাব

জনগণের প্রত্যাশা অনুযায়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার ১০ প্রস্তাবনা দিয়েছেন। তা হলো-

১/ নতুন রাজনৈতিক দল নিবন্ধন আইন বাতিল করা।

২/ স্থায়ী সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা।

৩/ নির্বাচন কমিশনের ক্ষমতায়ন ও নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা আনা।

৪/ দুর্নীতি বন্ধে জাতীয় কাউন্সিল গঠন এবং তদন্ত কর্মকর্তার তদন্ত ব্যর্থ প্রমাণিত হলে চাকরি বাতিলের বিধান করা।

৫/ পরিবেশ বিপর্যয় রোধ করতে স্টেক হোল্ডারদের নিয়ে জাতীয় পরিবেশ কাউন্সিল গঠন, নদী ও খালের জায়গা পুনরুদ্ধার করতে আগামী এক সপ্তাহের মধ্যে অভিযান চালু করা।

৬/ সর্বক্ষেত্রে নিয়োগ পদ্ধতির স্বচ্ছতা আনতে জাতীয় নিয়োগ বোর্ড পুনর্গঠন ও কর্ম ভিত্তিক শিক্ষা পদ্ধতি চালু করা।

৭/ উপকূল ভিত্তিক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে বিশেষ তহবিল গঠন ও জেলা ও উপজেলা ভিত্তিক আবাসন নীতিমালা প্রণয়ন।

৮/ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সিন্ডিকেট পদ্ধতির অবসান ঘটাতে জেলা ও উপজেলা ভিত্তিক সরকারিভাবে পণ্য ক্রয় ও বিপণন ব্যবস্থা চালু করা।

৯/ গণমাধ্যমের অবাধ স্বাধীনতা প্রদান ও ভিন্ন মতাদর্শী রাজনৈতিক দলের সভা- সমাবেশ করতে প্রশাসনের অনুমতি গ্রহণ বাধ্যতামূলক না করা।

১০/ প্রবাসী শ্রমিকদের বিদেশ গমন ও আগমনের বিমানবন্দরে হয়রানি বন্ধ, বিদেশি দূতাবাসে সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে দক্ষ যোগ্য হাই কমিশনার নিয়োগ, প্রবাসী শ্রমিকের মৃত লাশ দেশে আনতে বিনামূল্যে সরকারি ব্যবস্থাপনা চালু করা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত