ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চট্টগ্রামের টুকরো খবর

বাজার তদারকিতে শিক্ষার্থীরা

বাজার তদারকিতে শিক্ষার্থীরা

নগরের বিভিন্ন বাজারে তদারকি করেছেন শিক্ষার্থীরা। এতে বেশ কিছু শিক্ষার্থীদের উৎসাহ ও আগ্রহের সঙ্গে অংশগ্রহণ করতে দেখা গেছে। এ সময় তারা মূল্যতালিকা ঝুলিয়ে রাখা এবং বাড়তি দাম না নেয়ার পরামর্শ দেন বিক্রেতাদের।

গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয় বহদ্দারহাট, কর্ণফুলী কমপ্লেক্স, চকবাজারসহ বিভিন্ন বাজারে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী চবি শিক্ষার্থী ইমন সৈয়দ জানান, বাজারগুলোতে তদারকি করছে শিক্ষার্থীরা। বাড়তি দাম না নেয়া ও ভেজাল পণ্য বিক্রি না করতে বিক্রেতাদের সাবধান করা হচ্ছে। একই সঙ্গে মূল্যতালিকা ঝুলিয়ে রাখতে বলা হচ্ছে।

চকবাজার কাঁচাবাজারে তদারকিতে থাকা শিক্ষার্থী আব্দুল হান্নান জানান, বাজারগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ধারাবাহিকভাবে এই কার্যক্রম চলবে। আমরা বাজারের প্রতিটি দোকান ঘুরে ঘুরে তদারকি করছি। এ সময় ক্রেতাদের কাছ থেকে পণ্যর বাড়তি মূল্য যাতে না নেয়া হয় সেদিকে লক্ষ্য রাখা হয়। গতকাল শুক্রবারের মধ্যে বাজারে মূল্যতালিকা ঝোলানোর পরামর্শ দেয়া হয়েছে। চাঁদাবাজির ঘটনা ঘটলে শিক্ষার্থীদের জানানোর জন্য বলা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত