ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জের লুটের ঘটনায় ৭ জনকে ১৫ দিনের কারাদণ্ড

নারায়ণগঞ্জের লুটের ঘটনায়  ৭ জনকে ১৫ দিনের কারাদণ্ড

নারায়ণগঞ্জের বন্দরে লুট করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক সাতজনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার রাতে শীতলক্ষা সেতুর টোল প্লাজার সামনে থেকে তাদেরকে আটক করে সেনাবাহিনীর কাছে সোপর্দ করে স্থানীয় জনতা। পরে তাদের ব্যবহার করা মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেন। গত শুক্রবার রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিন মিয়া আটক ৭ জনকে ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- বন্দর উপজেলার রূপালী এলাকার সাহেব আলীর ছেলে মজিবর (৪২), একই এলাকার মৃত ওয়ালী মিয়ার ছেলে মো. কবির (৬৫), একই উপজেলার সালেহনগর এলাকার সৈয়দ সামসুউদ্দিনের ছেলে মাসুদ (৩৫), একই এলাকার মো. বাছেদ মিয়ার ছেলে মো. মিন্টু (৩৭), একই এলাকার আক্তার হায়দারের ছেলে মো. সুমন (৪০), নারায়ণ দত্তের ছেলে মো. সুমন (৪৫) ও বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মো. রুবেল (৩০)। এর আগে, শুক্রবার (৯আগস্ট) বিকালে মাইক্রোবাসে করে জনসাধারণের জিনিসপত্র লুট করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাদের আটক করেন এবং তাদের মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেন। পরে সেনাবাহিনীর কাছে তাদের সোপর্দ করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত