ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কোতোয়ালি থানা পরিষ্কার করল শিক্ষার্থীরা

কোতোয়ালি থানা পরিষ্কার করল শিক্ষার্থীরা

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পরিষ্কার করেছে একদল উদ্যমী শিক্ষার্থীরা। গতকাল শনিবার সকাল দশটা থেকে বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কার্যক্রমে যোগ দেন। পোর্ট সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. তুষার বলেন, সকাল থেকে কোতোয়ালী থানায় পরিষ্কার করতে কাজ শুরু করেছি। আমরা ১৭ জন শিক্ষার্থী থানা পরিষ্কারের কাজে ছিলাম। সরকারি মহসিন কলেজের কলেজের শিক্ষার্থী আবদুর রহমান বলেন, কলেজের বন্ধুদের নিয়ে থানা পরিষ্কারের কাজ করছি। সেবাপ্রার্থীদের থানায় আসার অনুকূল পরিবেশ সৃষ্টি করতে চাই। সরেজমিন দেখা যায়, ৪০-৫০ জন শিক্ষার্থী দলে দলে পুরো থানা প্রাঙ্গণ পরিষ্কারের কাজ করছেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা গাড়িতে তুলে আবর্জনা নিয়ে যায়। তাদের সহযোগিতা করতে দায়িত্বে আছেন সেনাবাহিনীর সদস্যরা। কোতোয়ালী থানার পরিদর্শক (অপারেশন) সাজিদ কামাল বলেন, আমাদের থানা পরিস্কার কার্যক্রম চলমান আছে। আপাতত দুইটি রুমে থানার কার্যক্রম শুরু করা হবে। প্রসঙ্গত, গত ৫ আগস্ট কোতোয়ালী থানায় হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুর করে আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এছাড়াও থানায় চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও কোতোয়ালী থানা জামায়াতের সেক্রেটারি মোস্তাক আহমেদের নেতৃত্বে থানা প্রাঙ্গণ পরিষ্কার কাজে সহযোগিতা করেছেন। দলীয়ভাবে নিয়োগপ্রাপ্ত বিচারকের পদত্যাগের দাবি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত