ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

‘ছাত্র পুলিশ জনতা গড়ে তোলে একতা’

স্লোগানে মুখরিত সদর থানা
‘ছাত্র পুলিশ জনতা গড়ে তোলে একতা’

নারায়ণগঞ্জে ৬ দিন পরে থানায় পুলিশের মুখোমুখি হয়েছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহকারী সমন্বয়কের নেতৃত্বে শিক্ষার্থীরা এবং পুলিশ সদস্যরা। তবে এ সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ সময় নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসিকে জনতার পাশে থাকার আহ্বান জানান শিক্ষার্থীরা। অপরদিকে যে কোনো পুলিশকে বা কেউ পুলিশ পরিচয় দেয় তাদের সহযোগিতা করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান ওসি। গতকাল রোববার দুপুর ১টায় বৃষ্টিতে ভিজে মিছিল নিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানা সামনে যান সমন্বয়ক ফারহানা মানিক মুনার নেতৃত্বে শতাধিক শিক্ষার্থীরা। এ সময় বৃষ্টিতে মাইকে ‘ছাত্র-পুলিশ-জনতা গড়ে তোল একতা’ স্লোগানে মুখরিত হয়ে পড়েন। এতে আশপাশে মার্কেটে শ্রমিকদের স্থবিরতা সৃষ্টি হলে তারা বারান্দায় এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টানা কর্মসূচিতে পুলিশের ভূমিকা নিয়ে উত্তেজনা পরিস্থিতি ছিল নারায়ণগঞ্জের কয়েকটি থানায়। এর মধ্যে নারায়ণগঞ্জ সদর মডেল থানা ছিল অন্যতম। এরইমধ্যে সিদ্ধিরগঞ্জ ও আড়াইহাজার থানায় হামলা ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সংবাদে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে তাণ্ডব চালায় বিক্ষুব্ধ জনতা। নারায়ণগঞ্জ সদর মডেল থানা ওসি শাহাদাৎ হোসেনকে শিক্ষার্থীদের পক্ষে সমন্বয়ক ফারহানা মানিক মুনা বলেন, পুলিশের যে কোনো প্রয়োজনে শিক্ষার্থীরা পাশে থাকবে। দলীয় ক্ষেত্রে প্রশাসন অনেক সময় অন্যায় দিকে বাধ্য হয়। বর্তমান পুলিশ দেশের ছাত্র-জনতার পাশে থাকবে এমনটি আশা করি। পুলিশের যে কোনো ডাকে ছাত্রদের আপনারা পাশে পাবেন। পুলিশ জনগণের সেবক, সেই হিসেবে আমরা দেখতে চাই। এ সময় শিক্ষার্থীদের পাশে পুলিশ থাকবে বলে আশ্বাস দেন ওসি শাহাদাৎ হোসেন। তিনি বলেন, থানা ও ফাঁড়িতে ফিরছে পুলিশ সদস্যরা, তাদের কোনো রকমের হয়রানি না করার আহ্বান জানান। তারা নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই সহযোগিতা চাই। কবে থেকে থানা কার্যক্রম প্রকাশ্যে আসবে আমার জানা নেই। কিন্তু আমাদের থানা সকলে উপস্থিত ও প্রস্তুত রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত