ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিজ্ঞান জাদুঘর

সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে সেবা নিশ্চিত করতে হবে

সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে সেবা নিশ্চিত করতে হবে

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের চলমান উন্নয়ন ও আধুনিকায়ন কার্যক্রম অব্যাহত রেখে কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ পেশাদারিত্বের মাধ্যমে সততার সঙ্গে সরকারিসেবা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেছেন মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী। আজ (১১ আগস্ট, ২০২৪ খ্রিঃ) প্রতিষ্ঠানের মাসিক সমন্বয় সভায় বিজ্ঞান জাদুঘরের কার্যক্রমে গতিশীলতা আনয়ন ও বিজ্ঞান শিক্ষার প্রসারসহ তরুণ সমাজকে উদ্ভাবনী কার্যক্রমে সম্পৃক্ত করার উপর তিনি গুরুত্বারোপ করেন। সভায় টেলিস্কোপ প্রদর্শনীভিত্তিক মহাকাশ পর্যবেক্ষণ কার্যক্রম ছড়িয়ে দেয়ার নির্দেশনা প্রদান করা হয়। মোহাম্মাদ মুনীর চৌধুরী বিজ্ঞান জাদুঘরের একাডেমিক কার্যক্রমকে গবেষণাভিত্তিক করে এ প্রতিষ্ঠানকে তরুণ প্রজন্মের জন্য উন্মুক্ত করে দেয়ার আহ্বান জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত