ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঢামেকে ছাত্র আন্দোলনে আহত ১০১ জন

ঢামেকে ছাত্র আন্দোলনে আহত ১০১ জন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচিতে আহত হয়ে চিকিৎসাধীন ১০১ জনকে উন্নত চিকিৎসার জন্য গত ২৪ ঘণ্টায় বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক থেকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। গত রোবাবর দুপুর ১২টা থেকে গতকাল সোমবার দুপুর ১২টা পর্যন্ত সময়ে তাদের ঢামেক হাসপাতালে আনা হয়। এদের মধ্যে ১০ জনকে ভর্তি দেয়া হয়েছে। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের টিকিট কাউন্টার থেকে এ তথ্য জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, সহিংসতার ঘটনায় আহতদের অনেকে বিভিন্ন হাসপাতাল বা ক্লিনিকে চিকিৎসা নিচ্ছিলেন। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আমাদের হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত