ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

গাজীপুরে জেলা প্রশাসকের মতবিনিময়

গাজীপুরে জেলা প্রশাসকের মতবিনিময়

সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মত বিনিময় সভা করেছেন গাজীপুর জেলা প্রশাসক। গত রোববার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, গাজীপুরে কোথাও মন্দির বা হিন্দু বাড়িতে কোনো হামলা ভাঙচুর বা লুটপাট এর ঘটনা ঘটেনি। শান্তি-শৃঙ্খলা বজায় রয়েছে। এই শান্তি-শৃঙ্খলা অব্যাহত রাখার জন্য তিনি উপস্থিত সবাইকে নিয়ে একটি নাগরিক কমিটি গঠনের আহ্বান জানান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার কাজী শফিকুল আলম, সবিএনপি’র কেন্দ্রীয় নেতা ডাক্তার মাজহারুল আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান আফজাল হোসেন কায়সার, শিক্ষক নেতা অধ্যাপক নজরুল ইসলাম, সাংবাদিক নেতা মো. দেলোয়ার হোসেন, আইনজীবী নেতা আলহাজ্ব আব্দুল খালেক। এ সময় গাজীপুর গাজীপুর কোর্টের সাবেক পিপি আব্দুল খালেক বলেন, একটি গোষ্ঠীর উপর ভর করে চক্রান্তকারীরা দেশে অরাজকতা করার চেষ্টা করছে।

অবশ্যই সকলে মিলে এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, মাহবুবুল হক, সৈয়দ আখতারুজ্জামান, অ্যাডভোকেট সেলিনা আক্তার, প্রফেসর আবুল হোসেন চৌধুরী, অ্যাডভোকেট মোহাম্মদ বাদলসহ বিশিষ্ট নাগরিকরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত