ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

স্থানীয় সরকার উপদেষ্টা

তাকসিমকে ঘিরে দুর্নীতি চক্রের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে

তাকসিমকে ঘিরে দুর্নীতি চক্রের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে

ওয়াসার সদ্য পদত্যাগকারী ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানকে ঘিরে গড়ে ওঠা দুর্নীতি চক্রের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ। গত বৃহস্পতিবার সচিবালয়ে অফিসকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, তাকসিম এ খান ১২ বছর ধরে একটার পর একটা চুক্তির মেয়াদ বাড়িয়ে নিয়েছেন।

এই তথ্যগুলো, তার ছবিসহ দুর্নীতির চিত্র, তার চেহারাও মানুষের কাছে পরিচিত হয়ে গেছে। তার কন্ট্রাক্ট টার্মিনেট করা হয়েছে এবং সেই প্রজ্ঞাপনও হয়ে গেছে। এটাই হচ্ছে তাসকিমের বিষয়ে লেটেস্ট খবর। তিনি বলেন, দুর্নীতির এই চক্র বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো অবস্থায় আছে। এগুলো আমরা একটু যাচাই-বাছাই এবং খোঁজখবর নিয়ে তারপর আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তাকসিম এ খানকে ঘিরে যে দুর্নীতির চক্র হয়েছিল, চক্রের যারা সক্রিয় রয়েছে বা যারা লুকিয়ে আছে তাদের কি ব্যবস্থার মধ্যে আনা যায় তা চিন্তাভাবনা করা হবে এবং পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত