রাজনৈতিক দুর্বৃত্তায়ন রোধে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার চাই

ইসলামী গণতান্ত্রিক পার্টি

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সর্বাগ্রে রাজনৈতিক দুর্বৃত্তায়ন রোধে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়ে ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব, সাবেক পিপি অ্যাডভোকেট মো: নূরুল ইসলাম খান বলেছেন, আওয়ামী লীগের বদলে অন্য কোন দল ক্ষমতাসীন হয়ে গেলেই রাজনৈতিক সমস্যার সমাধান হবে না। কারণ এর আগেও তা হয়নি। অতীতের সব রাজনৈতিক সরকারকেই স্বৈরাচারী খেতাব নিয়ে বিদায় হতে হয়েছে। এদেশের মানুষ ভুলে যায়নি স্বাধীনতা উত্তর বাংলাদেশের সকল দলীয় সরকারের শাসনামলের সন্ত্রাস, দুর্নীতি ও অপশাসনের কথা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভোটের মাধ্যমে না এলেও গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের অভিপ্রায়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। তাই এটা পুরোপুরি লেজিটিমেট সরকার। যেহেতু ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকার গঠিত, তাই তাদের অভ্যুত্থানের প্রধান আকাঙ্ক্ষা রাষ্ট্র সংস্কার করাই হতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ। রাষ্ট্র সংস্কার সম্পন্ন করে নির্বাচনের উদ্যোগ নিয়ে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে গঠিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। গতকাল ১৬ আগস্ট শুক্রবার সকালে মতিঝিলে ইসলামী গণতান্ত্রিক পার্টির ঢাকা মহানগর শাখা, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা, মুন্সীগঞ্জ ও নরসিংদী জেলা শাখার নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে দলের মহাসচিব অ্যাডভোকেট মো: নূরুল ইসলাম খান এসব কথা বলেন। আগামী নির্বাচনে ইসলামী গণতান্ত্রিক পার্টি দলীয়ভাবে অংশগ্রহণ করার লক্ষ্যে জনসংযোগ বৃদ্ধি ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার জন্য তিনি দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। জেলা ও মহানগর নেতৃবৃন্দ ছাড়াও এ সভায় উপস্থিত ছিলেন দলের অতিরিক্ত মহাসচিব মো: ওমর ফারুক, প্রেসিডিয়াম সদস্য কাজী মাসুদ আহমেদ, মো: হাবিবুর রহমান, জগদীশ সরকার, মো: মামুন পারভেজ ও যুগ্ম মহাসচিব মাওলানা সামসুল ইসলাম।