ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাত ঘণ্টা পর ঢাকা-রাজশাহী ট্রেন চলাচল স্বাভাবিক

সাত ঘণ্টা পর ঢাকা-রাজশাহী ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুর সিটি কর্পোরেশনের সালনা এলাকায় পদ্মা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার সাত ঘণ্টা পর ঢাকা-রাজশাহী রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল শনিবার ভোর ৪টা থেকে ওই রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বগি লাইনচ্যুত হলেও এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এ সময়ের মধ্যে জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনে চিত্রা এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেস ট্রেন দুটি আটকে থাকে। গত শুক্রবার রাত ৯টার দিকে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। পরে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশন মাস্টার হানিফ মিয়া জানান, রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে পদ্মা এক্সপ্রেস ট্রেন। ট্রেনটি ঢাকা-রাজশাহী রেললাইনের গাজীপুরের সালনা এলাকায় পৌঁছালে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এরপর ঢাকা-রাজশাহী রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পেছনের লাইনচ্যুত বগিটি রেখেই ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত