বিশেষ পরিচ্ছন্ন কার্যক্রম চালাচ্ছে চসিক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

তিনদিনব্যাপি বিশেষ পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। গতকাল রোববার সকালে ১৬নং ওয়ার্ড প্রবর্তক মোড় বড় নালা এবং আশপাশ নালাসহ পরিষ্কারের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। কার্যক্রম সম্পর্কে চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমি জানান, গতকাল রবিবার থেকে প্রতিদিন দুটা করে ড্রেনে ক্র্যাশ প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে। চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামসহ ৫ জন কর্মকর্তা এ কার্যক্রম মনিটরিং করছেন। এই প্রোগ্রামে বিশেষ দল দুইভাগে বিভক্ত হয়ে এবং উক্ত ওয়ার্ড সংশ্লিষ্ট বাকি দুটি ওয়ার্ড থেকে ৫০ জন করে পরিচ্ছন্ন কর্মী যোগদান করবেন। সংশ্লিষ্ট জোন কর্মকর্তা বিষয়টি তদারকী করবেন। যেমন, গতকাল রোববার ৮ এবং ১৬ নাম্বার ওয়ার্ডের নালা পরিষ্কার হবে। ১৬ নাম্বারের সাথে ১৫ নাম্বার ওয়ার্ড যোগ দিবে আর ৮ নাম্বার ওয়ার্ডের ৭ নাম্বার ওয়ার্ড যোগ দিবে। সকাল ১১টায় শুরু হয়ে দুপুর ৩টায় শেষ হবে। অন্যান্য ওয়ার্ডের পরিচ্ছন্নতা কর্মীরা নিজের ওয়ার্ডের কার্যক্রম শেষে এই বিশেষ অভিযানে যোগ দিবেন।