পদত্যাগে বাধ্য হলেন ঢাবির অধ্যাপক বাছির

প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঢাবি প্রতিনিধি

শিক্ষার্থীদের তোপের মুখে এবার পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির। পবিত্র রমজান মাসে কোরআন তিলাওয়াতকারী বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রতিবাদে এই ডিনকে পদত্যাগের পর বসিয়ে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত শোনান শিক্ষার্থীরা। গতকাল দুপুর একটার দিকে পদত্যাগ করেন অধ্যাপক বাছির। বিষয়টি আলোকিত বাংলাদেশকে তিনি নিজেই নিশ্চিত করেছেন। পদত্যাগের আন্দোলনের নেতৃত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আজিজুল হক আলোকিত বাংলাদেশকে বলেন, আমরা দুপুর সাড়ে ১২টার দিকে কলা অনুষদে প্রবেশ করি। বাছির স্যারকে ক্লাস থেকে ডেকে আনা হয়। এ সময় আমরা তাকে পদত্যাগ করার জন্য বলি। তিনি তখন অন্যান্য ডিনরা মিলে একসাথে পদত্যাগ করার কথা জানান। আমরা তার এই কথা না মেনে দ্রুত পদত্যাগ করার কথা বলি। এরপর তিনি পদত্যাগ করতে বাধ্য হন। এ সময় তার অফিসে বাছির স্যারের উপস্থিতিতে কোরআন তেলাওয়াত ও মোনাজাত করি। পদত্যাগপত্রে অধ্যাপক বাছির লেখেন, আমি নিম্নস্বাক্ষরকারী অদ্য ১৯-০৮-২০২৪ তারিখ কলা অনুষদের ডিন পদ থেকে অব্যাহতি নিচ্ছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন। তবে পদত্যাগের কারণ জানতে চাইলে অধ্যাপক বাছির আলোকিত বাংলাদেশকে বলেন, ‘এটা ব্যক্তিগত কারণে করেছি।’ এর আগে চলতি বছরের ১০ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় রমজান মাসকে স্বাগত জানিয়ে কোরআন তেলাওয়াত অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের একদল শিক্ষার্থী। পরে এ আয়োজনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদের ‘কেন শাস্তি প্রদান করা হবে না’- এই মর্মে আরবি বিভাগের চেয়ারম্যান জুবায়ের মুহাম্মদ এহসানুল হকের কাছে লিখিত বক্তব্য চান কলা অনুষদের সদ্য সাবেক ডিন অধ্যাপক বাছির।