ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সতর্ক থাকার পরামর্শ ইউজিসি’র

সতর্ক থাকার পরামর্শ ইউজিসি’র

প্রতারকচক্র থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ফেলোশিপ পাওয়া বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের সচেতন থাকার জন্য আহ্বান জানিয়েছে ইউজিসি। গতকাল মঙ্গলবার ফেলোদের সতর্ক করে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে পত্র প্রেরণ করে ইউজিসি। উল্লেখ, ইউজিসির সচিব/ উপসচিব পরিচয়ে ড. মিজানুর রহমান নামে একজন প্রতারক শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়েরঅধ্যাপক ও ইউজিসি ফেলোর ক্রেডিট কার্ড নম্বর সংগ্রহ করে সম্প্রতি দেড় লক্ষ টাকা হাতিয়ে নেয়। এ বিষয়ে তিনি গতকাল মঙ্গলবার শেরে বাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। গত জুলাই মাস থেকে ইউজিসি ফেলোদের সম্মানী দ্রুত ছাড় করার কথা বলে প্রতারক চক্রটি গবেষক/ ফেলোদের বিকাশ/ ক্রেডিট কার্ড নম্বর সংগ্রহ করছেন। ইউজিসি মনে করে, এটি একটি সংঘবদ্ধ প্রতারকচক্রের কাজ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত