ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণবিষয়ক সেমিনার

তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণবিষয়ক সেমিনার

রংপুরে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (সংশোধিত ২০১৩) বাস্তবায়নে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন। সেমিনারে সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. এবিএম আবু হানিফ।

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, তামাক চাষ লাভজনক হওয়ায় এই অঞ্চলের কৃষকদের মধ্যে তামাক চাষের প্রবণতা বেশি। এর সুযোগ নিয়ে তামাক প্রক্রিয়াজাতকারী বিভিন্ন প্রতিষ্ঠান আর্থিক সুবিধা দিয়ে কৃষকদের তামাক চাষে উদ্বুদ্ধ করে থাকে। তামাকজাত দ্রব্যের কুফল সম্পর্কে তিনি বলেন, ধূমপানের কারণে বিভিন্ন ধরনের জটিল রোগ হয়। এইসব জটিল রোগের চিকিৎসার ব্যয় সাধারণ মানুষ বহন করতে পারেন না। সে জন্য তামাক ও তামাকজাত দ্রব্য ব্যবহারের কুফল সম্পর্কে আলোচনা শুধু সভা ও সেমিনারের মধ্যে আবদ্ধ না রেখে, প্রত্যেকের অবস্থান থেকে তামাকের ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত