জিংক ধান বীজ বিক্রেতাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

‘রিএক্টস ইন প্রজেক্ট’ হার্ভেস্ট প্লাস এর সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ এবং ইএসডিও এর আয়োজনে জিংক ধান বীজ বিক্রেতাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় রংপুর বিভাগের ঠাকুরগাঁওয়ের প্রধান কার্যলয়ে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয। জিংক ধান বীজ বিক্রেতাদের প্রশিক্ষণে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণে সভাপতিত্ব করেন রংপুরের আরডিআরএস এর টিম লিডার (কৃষি ও ক্লাইমেট চেঞ্জ) ড. এম সালেহ উদ্দিন, রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের, উপ-পরিচালক, মো. সিরাজুল ইসলাম। আরো প্রশিক্ষক উপস্থিত ছিলেন ইএসডিওয়ের এসিস্টেন্ট প্রজেক্ট কোঅর্ডিনেটর কৃষিবিদ মো. আশরাফুল আলম, আরডিআরএস এর টেকনিক্যাল অফিসার-কৃষি, কৃষিবিদ মো. শাহীনুর ইসলাম, ইএসওিয়ের প্রজেক্ট কোঅর্ডিনেটর মো. কামরুল ইসলাম।