ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবি

ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবি

প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতি। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক অবস্থান ধর্মঘটে এই দাবি জানানো হয়। জাতীয়করণের দাবিতে চতুর্থ দিনের মতো এই কর্মসূচি পালন করছেন তারা। এ সময় বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোতে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একই সিলেবাসে শিক্ষার্থীদের পাঠদান করা হয়। স্বতন্ত্র ইবতেদায়ির পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অতীতে সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ এবং বর্তমানে পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়। অথচ মাস শেষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ২২-৩০ হাজার টাকা পর্যন্ত বেতন পান। কিন্তু ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা জাতীয়করণ দূরের কথা এমপিওভুক্ত নয়। তারা বলেন, আমরা প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো জাতীয়করণের দাবি জানাচ্ছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত