ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চাকরি জাতীয়করণ চায় শিক্ষক-কর্মচারী ঐক্যজোট

চাকরি জাতীয়করণ চায় শিক্ষক-কর্মচারী ঐক্যজোট

স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবি জানিয়েছেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। তিনি বর্তমান শিক্ষাক্রম বাতিল এবং বিগত সময়ে যারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসে জড়িয়ে ছিলেন তাদেরকে সম্মান নিয়ে সরে যাওয়ার আহ্বান জানান। তিনি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গভর্নিং বডির সদস্য এবং দুর্নীতিবাজ অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের অবিলম্বে অপসারণেরও দাবি জানান। গতকাল শনিবার গাজীপুর নগরীর কাজী আজিম উদ্দিন কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জোটের গাজীপুর জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মুহাম্মদ আক্তারুল আলম মাস্টারের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, জোটের অতিরিক্ত মহাসচিব মো. জাকির হোসেন, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মো. দেলোয়ার হোসেন, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. মুখলেছুর রহমান, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রিন্সিপাল হুমায়ুন কবির, কারানির্যাতিত অধ্যাপক সামসুল হুদা লিটন প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত