ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

প্রেসক্লাব এলাকায় যানজটে ভোগান্তি

প্রেসক্লাব এলাকায় যানজটে ভোগান্তি

বিভিন্ন দাবি আদায়ে জাতীয় প্রেসক্লাবের সামনে সমবেত হয়েছেন বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের সদস্যরা। এ কারণে ওই এলাকায় সড়কে গতকাল রোববার যান সকাল ১০টা থেকে চলাচল বন্ধ হয়ে যায়। যার ফলে আশপাশের সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট।

গতকাল রোববার সকাল থেকেই প্রেসক্লাবের সামনে চাকরি জাতীয়করণ, স্থায়ীকরণ, পুনর্বহাল, পরীক্ষা পদ্ধতি সংস্কারসহ নানা দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করছেন বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের বঞ্চিতরা।

তাদের মধ্যে রয়েছে বাংলাদেশ আনসার, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন কমিউনিটি ক্লিনিকের মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার, শিক্ষানবিশ আইনজীবী এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরীরা।

সকাল থেকেই কয়েক হাজার আনসার সদস্য জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবের সামনে থেকে সুপ্রিমকোর্ট পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করছেন। এ সময় কদম ফোয়ারা মোড়ে তারা ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেন। সচিবালয়ের সামনেও অবস্থান নিয়েছিল আনসার সদস্যরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত