বুধবার থেকে চলবে পারাবত এক্সপ্রেস

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সহিংসতার জেরে ১৫ আগস্ট বন্ধ হয়ে যায় ঢাকা-সিলেট-ঢাকা রুটের আন্তঃনগর ট্রেন পারাবত এক্সপ্রেস। আগামী বুধবার থেকে ট্রেনটি চালু হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খান। গতকাল সোমবার তিনি জানান, বুধবার থেকে ঢাকা-সিলেট-ঢাকা রুটে সাময়িকভাবে বন্ধ পারাবত এক্সপ্রেস (৭০৯/৭১০) ট্রেনটি যথারীতি চলাচল করবে। যাত্রীরা কাউন্টার ও অনলাইনের মাধ্যমে ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারবেন। এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জামালপুর এক্সপ্রেস ট্রেনের ১৩ কোচের রেক কম্পোজিশনের সঙ্গে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত স্লিপার কার (ডব্লিউজেসি) যুক্ত করে ১৫ কোচের রেক দিয়ে বুধবার থেকে পারাবত এক্সপ্রেস ঢাকা-সিলেট-ঢাকা রুটে চলাচল করবে। এর আগে গত ১১ আগস্ট রেলওয়ে জানিয়েছিল, আন্দোলনের সময় দুষ্কৃতকারীদের হামলায় পারাবত এক্সপ্রেসের (৭০৯/৭১০) ১৬টি কোচের ১৪১টি জানালা ও ২৭টি দরজার গ্লাস ভেঙে যায়। এগুলে মেরামত সময়সাপেক্ষ হওয়ায় ট্রেনটি আপাতত বন্ধ থাকবে। পারাবত এক্সপ্রেস ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ভোর ৬টা ২০ মিনিটে ছেড়ে সিলেট স্টেশনে পৌঁছায় দুপুর ১টায়। আবার সিলেট থেকে বিকাল ৩টা ৪৫ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছায় রাত ১০টা ৪৫ মিনিটে। এদিকে দীর্ঘ ২৮ দিন পর গত ১৫ আগস্ট থেকে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়।