এপিইউবি’র নবনির্বাচিত সভাপতি ও মহাসচিবের সঙ্গে মতবিনিময়

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) নব-নির্বাচিত সভাপতি ড্যাফোডিল ইন্টারনাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান ও মহাসচিব আমেরিকান ইন্টারনাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদীনের সঙ্গে মতবিনিময় করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের জনসংযোগ কর্মকর্তাদের সংগঠন (প্রাইভেট ইউনিভার্সিটি পালিক রিলেশনস্ অফিসারস এসােসিয়েশন) নির্বাহী কমিটির সদস্যরা। গত রোববার রাজধানীর বনাননীতে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) স্থায়ী কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির পরিচালক (জনসংযাগ) বেলাল আহমেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- প্রাইভেট ইউনিভার্সিটি পালিক রিলেশনস্ অফিসারস এসোসিয়েশন এর সভাপতি এ´িমব্যাংক কৃষিবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম রিন্টু সাধারণ সম্পাদক ইউনাইটেড ইন্টারনাশনাল ইউনিভার্সিটির পরিচালক (জনসংযোগ) জনাব আবু সাদত, সিনিয়র সহ-সভাপতি বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন টেকনোলজির পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ, সহ-সভাপতি আমেরিকান ইন্টারনাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর পরিচালক (জনসংযোগ) আবু মিয়া আকন্দ তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক ড্যাফোডিল ইন্টারনাশনাল ইউনিভার্সিটির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আনোয়ার হাবিব কাজল, অর্থসম্পাদক ফার ইষ্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচালক (জনসংযোগ) মামুন ঊল মতিন, সহ-অর্থসম্পাদক প্রেসিডেন্সি ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা জাহিদ হাসান, অফিস সেক্রেটারী নদার্ন ইউনিভার্সিটির পরিচালক (জনসংযোগ) শেখ মাহাবুব, জনসংযোগ ও প্রশিক্ষণ সেক্রেটারী আইইউবিএটি’র পরিচালক (জনসংযোগ) আল আমিন সিকদার শিহাব, প্রচার সম্পাদক সোনারগাঁও ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা নাহিদ হাসান, সাহিত্য ও প্রকাশনা সেক্রেপারী বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স এর জনসংযোগ কর্মকর্তা হাসিনা এনজেল ও কো-কালচারাল সেক্রেটারি এশিয়ান ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা বদিউর রহমান সোহেল।

অনুষ্ঠানে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) নব-নির্বাচিত সভাপতি ড. মো. সবুর খান ও মহাসচিব জনাব ইশতিয়াক আবেদীনকে প্রাইভেট ইউনিভার্সিটি পালিক রিলেশনস্ অফিসারস এসোসিয়েশন এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং এসোসিয়েশনের স্মারক প্রকাশনা ‘সংযোগ’ তাদের হাতে তুলে দেয়া হয়।