সচিবালয়ে আনসার-ছাত্র সংঘর্ষ

ঢামেকে ভর্তি আছেন ৫ জন, দুইজনের অবস্থা আশঙ্কাজনক পরিচালক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঢামেক প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, সচিবালয়ে আনসার ও ছাত্রদের মধ্যে সংঘর্ষে আমাদের এখানে ৬০ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে পাঁচজনকে ভর্তি দেয়া হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রশাসনিক ব্লকে সাংবাদিকদের এ কথা জানান তিনি। ঢামেক পরিচালক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা মেডিকেলে প্রায় দুই হাজার চিকিৎসাসেবা নিয়েছেন। তাদের মধ্য থেকে ৮০০ জনকে ভর্তি দেয়া হয়েছিল। বর্তমানে হাসপাতালে গুলিবিদ্ধ আহতসহ ১০০ জন চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া আইসিইউতে ৯ জন রয়েছেন।

মো. আসাদুজ্জামান বলেন, আইসিইউতে যারা রয়েছেন তাদের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে যারা চিকিৎসাধীন রয়েছেন আমাদের তরফ থেকে তাদের চিকিৎসা সম্পূর্ণ ফ্রি করা হয়েছে। অনেক ওষুধ সরকারিভাবে সাপ্লাই হয় না, সেগুলো আমরা তাদের দিয়ে চিকিৎসাসেবা দেয়ার ব্যবস্থা করেছি। তিনি বলেন, হাসপাতালে তারা যেন সর্বোচ্চ চিকিৎসাসেবা পায়, সেজন্য তাদের জন্য ডেডিকেটেড ওয়ার্ড করা হয়েছে। পরিচালক সবার উদ্দেশে বলেন, আপনারা হাসপাতালের ভেতরে অযথা ভিড় করবেন না এবং রোগীদের সঙ্গে একজন অ্যাটেনডেন্ট থাকবেন।