ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নিরপরাধ কারো নামে মামলা নয় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা

নিরপরাধ কারো নামে মামলা নয় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়করা বলেছেন রংপুরে ৫ আগস্ট পরবর্তী বিভিন্ন ধরনের আইনী অরাজকতার অভিযোগ প্রতিনিয়ত আমাদের কাছে আসছে। আমরা এই সমস্যা গুলোর একটি টেকসই ও কার্যকরী সমাধানে প্রচেষ্টা করে যাচ্ছি। আমরা চাই রংপুরে নিরাপরাধ কারো নামে যেন মামলা না হয়। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় নগরীর কোর্ট চত্বরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের পক্ষে সমন্বয়করা। এ সময় তারা বলেন, চলমান হয়রানি মূলক মামলা সমূহ থেকে মুক্তি পাওয়ার উপায়, পরিচিত/অপরিচিত কেউ যদি প্রকাশ্যে বা ফোন কলে জানায় যে অমুকের হত্যা/আহতের মামলায় বা সহিংসতার মামলায় আপনার নাম এসেছে, আপনাকে অভিযুক্ত করা হয়েছে এবং অতঃপর টাকার বিনিময়ে আপনার নাম সে মামলার অভিযুক্ত তালিকা থেকে কেটে দেয়ার প্রস্তাব দেয় তবে কোনো ধরনের লেনদেনে যাবেন না। এমতাবস্থায় নিকটতম থানায় গিয়ে পরিচিত হলে সেই ব্যাক্তি এবং পরিচিত না হলে কল আসা সেই নম্বর উল্লেখ করে একটি চাঁদাবাজির মামলা করবেন। তারা আরো বলেন, আমরা নতুন করে যাতে আর কোনো মামলায় নিরীহ ও নিরপরাধ কাউকে হয়রানির উদ্দেশ্যে মামলায় তালিকাভুক্ত করতে না পারে এ জন্য আমরা ৮ সদস্যের একটি ‘আইনজীবী প্যানেল’ গঠন করেছি। যাদের মাধ্যমে আপনারা আন্দোলন কেন্দ্রীক নতুন মামলা গুলো করতে পারবেন, স্বল্প খরচে ও সহজে। যারা এরই মধ্যে হয়রানির শিকার হচ্ছেন এবং যারা সামনের দিনে হতে পারেন তাদের জন্য তাৎক্ষণিক আইনগত নিরাপত্তা সেবা নিশ্চিত করতে আমরা রংপুরের তিনটি পুলিশি জোনের সমন্বয়ে একটি ‘ফোকাল পার্ট’ জরুরি সেবা সেল গঠিত করেছি।

আপনারা যে কোনো আইনি হয়রানির সুরাহা পেতে তাদের সঙ্গে যোগাযোগ করবেন। তারা আরো বলেন, যারা নিরপরাধ তাদের মামলা থেকে অব্যাহতি দিতে হবে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে। এমন কিছু করা যাবে না যাতে বিচার প্রক্রিয়া ব্যহত হয়। প্রকৃত ভুক্তভোগী বা মামলার বাদীরা ন্যায় বিচার থেকে যাতে বঞ্চিত না হয়, সেই দিকে বেশি গুরুত্ব দিতে হবে। পুলিশ প্রশাসনসহ বিচার বিভাগের প্রতি সঠিক ও গ্রহণযোগ্য তদন্তের আহ্বান জানান তারা। এ সময় তারা যে কোনো প্রয়োজনে তাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন রংপুরের সমন্বয়ক ইমরান আহমেদ, ইমতিয়াজ আহমেদ, নাহিদ হাসান খন্দকার, আলী হোসেন সাঈফ, ডা. লিমন পাঠান, ইয়াছির আরাফাত প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত