বন্যাদুর্গতদের জন্য পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাজশাহী ব্যুরো

রাজশাহীতে বন্যাদুর্গত এলাকার জন্য অব্যবহৃত পোষাক ও প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহকরণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখার উদ্যোগে রাজশাহী মহানগরীর সি এন্ড বি মোড়ে জেলা পরিষদ মিলনায়তনের সামনে এই কর্মসূচি পালন করে। সাধারণ জনগনসহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ স্বতস্ফুর্তভাবে স্বেচ্ছায় বহু পোষাক ও প্রয়োজনীয় সামগ্রী প্রদান করেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এ্যাড. তৌফিক আহসান টিটু, সাংগঠনিক সম্পাদক ডা. আমানুল্লাহ বিন আখতার আবিদ প্রমুখ।