নতুন ভিসি-কোষাধ্যক্ষ পেল ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঢাবি প্রতিনিধি

দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় পেয়েছে নতুন নেতৃত্ব। উপাচার্য ও কোষাধ্যক্ষ পদে নতুন দুই মুখ পেয়েছে প্রতিষ্ঠানটি। এতে ৩০তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ খান ও কোষাধ্যক্ষ হিসেবে ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল দুপুরে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন উপসচিব মো. শাহীনুর ইসলাম। উপাচার্য নিয়োগ প্রজ্ঞাপনে বলা হয়, ‘মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিকেল ১১ (২) অনুযায়ী প্রফেসর নিয়াজ আহমেদ খান, পিএইচডি, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়-কে উক্ত বিশ্ববিদ্যালয়ে সাময়িকভাবে উপাচার্য নিয়োগ প্রদান করা হলো, জনস্বার্থে এ আদেশ জারি করা হলো’ কোষাধ্যক্ষ নিয়োগ প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিকেল ১৪ (১) অনুযায়ী প্রফেসর এম জাহাঙ্গীর আলম চৌধুরী, ফিন্যান্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়-কে উক্ত বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার পদে নিয়োগ প্রদান করা হলো, জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।’ এদিন দায়িত্ব পাওয়ার পর বিকাল সাড়ে চারটায় অফিসে যোগদান করেন অধ্যাপক নিয়াজ আহমেদ খান। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

কে এই অধ্যাপক নিয়াজ?

অধ্যাপক নিয়াজ আহমেদ খান বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) উপ-উপাচার্য। বর্তমানে ওই বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। অধ্যাপক নিয়াজ চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামে জন্মগ্রহণ করেন। নিয়াজের দাদার বাবা নাসির উদ্দিন খান বাহাদুর অবিভক্ত ভারতের ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর ছিলেন। দাদা কবীর উদ্দিন আহমেদ খান ছিলেন আসামবেঙ্গল সিভিল সার্ভিসের ডেপুটি কালেক্টর ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট। এ কারণে তাদের বাড়িটি ‘ডেপুটি বাড়ি’ হিসেবে পরিচিত লাভ করে। অধ্যাপক নিয়াজ শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কুইন এলিজাবেথ হাউসে ‘দক্ষিণ এশীয় ফেলো’, ওয়েলস বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ফেলো, মিসরের আমেরিকান ইউনিভার্সিটি ইন কায়রোতে ডিস্টিংগুইশড ভিজিটিং গবেষক, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ডিস্টিংগুইশড ভিজিটিং প্রফেসর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক, থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির এশিয়ান রিসার্চ ফেলো এবং অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির ভিজিটিং স্কলার ছিলেন।