বন্যা ও নদী আগ্রাসনের বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দেশে সাম্প্রতিক বন্যা ও নদী আগ্রাসনের বিরুদ্ধে মানববন্ধন করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মুখপাত্ররা। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম।

তিনি বলেন, নদীমাতৃক দেশ বাংলাদেশ। নদী প্রবাহের সঙ্গে মানুষের জীবনপ্রবাহ জড়িত। সেই অর্থে নদী বাঁচলে, আমরাও বাঁচবো। অথচ দেশের সবগুলো নদী শুকিয়ে মরা খালে পরিণত হয়েছে।