গার্মেন্টসের ঝুট দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ

আহত-২

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বিসিক শিল্পনগরীতে গার্মেন্টসের ঝুট দখলে নিতে দুই গ্রুপ সন্ত্রাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ছুরিকাঘাতে আহত হয়েছে অন্তত ২জন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ফতুল্লার শিল্পাঞ্চল বিসিক ১নম্বর গলিতে স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল মাহমুদ ও যুবদল নেতা জাহাঙ্গীর গ্রুপের মধ্যে এঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত হলে উভয় গ্রুপ বিসিক থেকে পালিয়ে যায়। জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর বিসিকের ঝুট সেক্টর দখলের জন্য বেশ কয়টি গ্রুপ তৎপর হয়ে উঠে। এরমধ্যে স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল মাহমুদ ও যুবদলের জাহাঙ্গীর গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। কয়েকদিন ধরেই তারা বিসিকে পৃথকভাবে মহড়া দিতে শুরু করেন। বৃহস্পতিবার সকালে রাসেল গ্রুপ একটি কারখানায় গিয়ে ঝুট দাবি করেন। তখন জাহাঙ্গীর গ্রুপ জানতে পেরে দুপুরে বিসিকে এসে রাসেল গ্রুপকে ধাওয়া করেন। এ সময় জাহাঙ্গীর গ্রুপের দুজনকে ছুরিকাঘাত করে রাসেল গ্রুপের লোকজন বিসিক থেকে পালিয়ে যায়। খবর পেয়ে জাহাঙ্গীর গ্রুপের আরো লোকজন ধারালো অস্ত্র হাতে বিসিকে অবস্থান নেয়। এ সময় মালিক শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী কয়েকটি বাহিনী বিসিকে অবস্থান নিলে কৌশলে জাহাঙ্গীর গ্রুপ পালিয়ে যায়। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত আছে।