ঢাকা ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

বন্যদুর্গতদের সহায়তায় এবি ব্যাংক

পরিবারের ৫ কোটি টাকার তহবিল গঠন

পরিবারের ৫ কোটি টাকার তহবিল গঠন

স্বরণকালের ভয়াবহ বন্যায় ভাসছে দেশের পূর্বাঞ্চলের ১১ জেলার মানুষ। বন্যায় বিপর্যস্ত মানুষের ত্রাণ সহায়তা ও পুনর্বাসনের জন্য প্রাথমিকভাবে ২ কোটি টাকার তহবিল গঠন করেছে এবি ব্যাংক পরিবার। এ তহবিলে ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ ও অন্যান্য শেয়ার হোল্ডাররা অনুদান প্রদান করেন। এ ছাড়াও ব্যাংকের সব কর্মকর্তা ও কর্মচারীদের ১ দিনের বেতন এ তহবিলে প্রদান করা হয়। তহবিলের এ টাকা বন্যার্ত মানুষের সহায়তার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হবে।

এবি ব্যাংক ফাউন্ডেশনও বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও পুনর্বাসনের জন্য প্রাথমিক ভাবে ৩ কোটি টাকার তহবিল গঠন করেছে এবং এরই মধ্যে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত