ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

‘জোড়া খুনের’ হোতাদের আইনের আওতায় আনার দাবি

‘জোড়া খুনের’ হোতাদের আইনের আওতায় আনার দাবি

বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। সাতলা ইউনিয়ন পরিষদের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘হত্যার শিকার নিরপরাধ দুই ব্যাক্তি স্থানীয় ব্যবসায়ী। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী মহলেও নিরাপত্তাহীনতা প্রকট হয়ে উঠেছে। অতএব প্রশাসনের কাছে আমাদের জোর দাবি দ্রুত এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হোক।’ মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফারুক বিশ্বাস, বর্তমান সভাপতি মেজবাহ উদ্দিন, সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খায়রুল বাশার লিটন, ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোনাফসের হাওলাদার, সাতলা হাট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ইউনুস বালী প্রমুখ। উল্লেখ্য, পূর্ব শত্রুতার জের ধরে গত ২৪ আগস্ট রাতে স্থানীয় ব্যবসায়ী ইদ্রিস হাওলাদার (৪০) ও ওসমান গনী সাগর হাওলাদার (২৭) কে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত