ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রংপুর র‌্যাব-১৩ পৃথক দুটি অভিযানে

বিপুল পরিমাণ মাদকসহ আটক ৩

বিপুল পরিমাণ মাদকসহ আটক ৩

রংপুর র‌্যাব-১৩ পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ নেশা জাতীয় মাদকসহ তিনজনকে আটক করেছে। গতকাল শুক্রবার দুপুরে র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে জানানো হয়। তিনি জানান ৩৫০ পিস অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ী ও সিপিসি-৩, গাইবান্ধা এর অভিযানে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা এলাকা হতে ৯৫০ (নয়শত পঞ্চাশ) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি মটরসাইকেল জব্দসহ একজন কুখ্যাত মাদক কারবারীসহ মোট তিনজনকে আটক করা হয়েছে। র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ৫নং শশরা ইউপি এর ১নং ওয়ার্ডের অন্তগত কাশিপুর বাজারস্থ ব্রাক অফিসের পূর্ব পার্শ্বে পাকা রাস্তার উপর ০২ (দুই) জন মহিলা অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে র‌্যাব-১৩, সিপিসি-১ এর আভিযানিক দল ৩০ আগস্ট সকাল সাড়ে ৯টায় অভিযান পরিচালনা করে মোট ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ টাকা উদ্ধার করে। ঘটনার সহিত জড়িত দিনাজপুর জেলার কোতয়ালী থানার শেখপুরা ৯নং রেলঘুন্টি এলাকার মোসা. আদরী খাতুন (২১) ও ফেন্সি আক্তারকে (২৫) ঘটনাস্থল হতে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে র‌্যাব-১৩ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা এলাকায় টহল ডিউটি ও বিশেষ অভিযান পরিচালনাকালে ২৯ আগস্ট বিকাল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে, দিনাজপুর হইতে মটরসাইকেল যোগে একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য বহন করিয়া গাইবান্ধা জেলাধীন গোবিন্দগঞ্জ থানা এলাকার দিকে আসিতেছে। এ সময় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কাঠমোড় বাজারস্থ মায়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে দিনাজপুর হাইওয়ে রোডগামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করিয়া চেকপোষ্ট করাকালীন একটি সন্দেহজনক মোটরসাইকেল আরোহীকে থামার সংকেত দিলে উক্ত মোটরসাইকেল চালক মোটরসাইকেল ফেলে দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অবৈধ মাদকদ্রব্য সর্বমোট ৯৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মোটরসাইকেল জব্দসহ কুখ্যাত মাদক কারবারী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার মালঞ্চা এলাকার আ. মজিদের ছেলে বাহাদুরকে (৩৭) আটক করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত