ঢাকা ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

জামায়াতে ইসলামির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

জামায়াতে ইসলামির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ঢাকার কেরানীগঞ্জে দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে কদমতলী সাড়া কমিউনিটি সেন্টারে বেশ জাকজমক ভাবে কেরানীগঞ্জ মডেল থানা পূর্ব জামায়াতে ইসলামীর এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে স্বতঃস্ফূর্তভাবে শত শত নেতাকর্মীরা বাধাহীন ভাবে এই কর্মী সম্মেলন অনুষ্ঠানে যোগদান করেন। এই সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল ইসলাম খান মিলন। কেরানীগঞ্জ মডেল থানা পূর্ব জামায়াতে ইসলামীর আমির ডাক্তার এমাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা দক্ষিণ জামায়াতে ইসলামীর আমির মাওলানা দেলোয়ার হোসেন, ঢাকা জেলা দক্ষিণ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ শাহিনুর ইসলাম, ঢাকা জেলা দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ মাওলানা এবিএম কামাল হোসেন, কেরানীগঞ্জ দক্ষিণ থানা জামায়াতের আমির আব্দুল লতিফ মজুমদার, ঢাকা জেলা দক্ষিণ শিবিরের সাবেক নেতা দুর্জয় প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত