ঢাকা ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

বিএসএমএমইউর নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক নাহরিন

বিএসএমএমইউর নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক নাহরিন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কোষাধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন ফিটোমেটারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. নাহরিন আক্তার। গতকাল রোববার (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন-১৯৯৮-এর ধারা ১৬ অনুযায়ী ফিটোমেটারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. নাহরিন আক্তারকে কোষাধ্যক্ষের শূন্যপদে নিয়োগ করা হলো। প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী, কোষাধ্যক্ষ হিসেবে তার নিযুক্তির মেয়াদ হবে ৪ বছর। তবে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ে চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। কোষাধ্যক্ষ পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত