বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের অবস্থান কর্মসূচি চলমান
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
ঢাকার আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির অস্থায়ী শ্রমিকদের অবস্থান কর্মসূচি ও মহাসড়ক অবরোধ চলমান আছে। গতকাল রোববার সকালে আশুলিয়া থানাধীন মোজার মিল এলাকার ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির অস্থায়ী শ্রমিকদের (ঠিকাদারের মাধ্যমে নিয়োগকৃত চুক্তিভিত্তিক শ্রমিক) বেতন বৃদ্ধির দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক সংলগ্ন ফ্যাক্টরির সামনে ২০ থেকে ২৫ জন শ্রমিক ৩য় দিনের মতো অবরোধ করে রাখে। পরে দুপুর ১২টা ২০ ঘটিকায় তারা জনবল বৃদ্ধি করে ফ্যাক্টরি সংলগ্ন নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে। ফলে সড়কের উভয় লাইনে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
প্রসঙ্গত, গত ১৯ ও ২৫ আগস্ট তারিখে ফ্যাক্টরি কর্তৃপক্ষ ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে আলোচনা করে গত ২৯ আগস্ট তারিখের মধ্যে বিষয়টি মীমাংসার আশ্বাস দিলে শ্রমিকরা কর্মসূচি স্থগিত করে। তবে নির্ধারিত সময়ের মধ্যে বিষয়টির মীমাংসা না হওয়ায় গত ২৯ আগস্ট থেকে লাগাতার অবস্থান কর্মসূচি চলছে। এদিকে, গোলযোগের আশঙ্কায় আশুলিয়া থানাধীন পলাশবাড়ী এলাকার ২টি ফ্যাক্টরি ছুটি ঘোষিত হয়েছে। গত ৩০ আগস্ট ২০২৪ তারিখ আশুলিয়া থানাধীন পলাশবাড়ী এলাকার পার্ল গার্মেন্টস লিঃ-এর শ্রমিকদের রাস্তা অবরোধকালে পার্শ্ববর্তী গিল্ডেন অ্যাক্টিভ ওয়্যার বাংলাদেশ, স্কাইলাইন গ্রুপ এবং পার্ল গার্মেন্টস এর শ্রমিকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।