রংপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন (এসপি)র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার দুপুর ১২টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় তিনি মাদক, জুয়া, কিশোর গ্যাংসহ যেকোনো ধরনের অপরাধের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে সহযোগিতা আর জনতার পুলিশ গঠনে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ।
নবাগত এসপি রংপুরের জেলায় মাদক শূন্যে নামিয়ে আনার চ্যালেঞ্জ ঘোষণা করে পুলিশ কাজ করবে বলেও জানান। রংপুর জেলার আইনশৃঙ্খলা রক্ষার ওপর গুরুত্বারোপ করে এসপি আরো বলেন, সব থানা এলাকা নিরাপদ বাসযোগ্য আবাসভূমি হিসেবে গড়ে তুলতে জনবান্ধব ও সেবামূলক বিট পুলিশিংয়ের মাধ্যমে নিরাপদ চলাচল অব্যাহত রাখতে কাজ করবে পুলিশ। জনগণের কাছে পুলিশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে সার্বিক কার্যক্রমকে আরো গতিশীল করা হবে। গত শনিবার রংপুরে পুলিশ সুপার হিসেবে যোগদান করেন মোহাম্মদ শরীফ উদ্দিন। তিনি ২১তম বিসিএসের পুলিশ কর্মকর্তা।