খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়
ফল-২০২৪ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ফল-২০২৪ সেমিস্টারে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়। অত্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. কাজী মোকলেছুর রহমানের সভাপতিত্বে উক্ত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাহমুদ আলম। প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের রূহের মারফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি তার বক্তব্যে বলেন, মানব জীবনে মধুর ও গুরুত্বপূর্ণ একটি বয়স হল শিক্ষা জীবন। শিক্ষা জীবনে বৃহৎ পরিসরে জ্ঞান চর্চার সর্ববৃহৎ প্রতিষ্ঠান হল বিশ্ববিদ্যালয়।