ঢাকা ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

ঐকমত্যের ভিত্তিতে ঢাবির শিক্ষা কার্যক্রম দ্রুত চালু করা হবে

ঢাবি উপাচার্য
ঐকমত্যের ভিত্তিতে ঢাবির শিক্ষা কার্যক্রম দ্রুত চালু করা হবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, শিক্ষার্থীদের চিন্তাধারা ও মতামতকে মূল্যায়ন করে ঐকমত্যের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম দ্রুত চালু করা হবে। এ লক্ষ্যে হল পর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে বিভাগ ও ইনস্টিটিউট পর্যায়ে শিক্ষার্থী প্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গেও মতবিনিময় করা হবে। গত সোমবার সন্ধ্যায় ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, কবি সুফিয়া কামাল হল, অমর একুশে হল ও ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় কালে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, দ্রুততম সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু করার লক্ষ্যে হলগুলোতে শৃঙ্খলা এবং ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের ফলে এরই মধ্যে বেশ কিছু বিষয় উঠে এসেছে, যা প্রশাসন গুরুত্বসহকারে বিবেচনা করছে। শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে চলমান মতবিনিময়ের মাধ্যমে দ্রুততম সময়ে শিক্ষা কার্যক্রম চালু করতে একটি রোডম্যাপ তৈরি করা হচ্ছে।

এক্ষেত্রে ধৈর্যধারণ করে প্রশাসনকে সহযোগিতা করার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। এ সময় শিক্ষার্থীরা ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা, অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থা গতিশীল করা, মাদকমুক্ত ক্যাম্পাস ও ছিন্নমূল মানুষ অপসারণ করা, হলের আসন সংখ্যা বৃদ্ধি ও নতুন ভবন নির্মাণ, গণরুম প্রথা বন্ধ করা, খাবারের মান বৃদ্ধি, উচ্চগতির ইন্টারনেট ও ফ্রি ওয়াইফাই সংযোগসহ হলের সামগ্রিক বিষয়ে প্রস্তাবনা ও মতামত তুলে ধরেন। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম দ্রুত চালুর লক্ষ্যে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গত ৩১ আগস্ট থেকে ধারাবাহিকভাবে হলে হলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে চলেছেন। তার সদাচরণ, আন্তরিকতা, আকর্ষণীয় ব্যক্তিত্ব ও যুগোপযোগী দিক নির্দেশনায় ছাত্র-ছাত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত