ঢাকা ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার ও উচ্ছেদ

না.গঞ্জ ডিসি এসপিকে স্মারকলিপি

না.গঞ্জ ডিসি এসপিকে স্মারকলিপি

মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার ও উচ্ছেদের দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া কেবি সাহা বাইলেন পঞ্চায়েত কমিটি। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে মিছিল নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দেন তারা। এ সময় আমলাপাড়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মানিক, ছনি, কোরবান, রাহাত, অনিক, শাওন ও ইসলাম গংদের গ্রেপ্তার ও উচ্ছেদের দাবি জানানো হয়। আমলাপাড়া কেবি সাহা বাইলেন পঞ্চায়েত কমিটির সভাপতি বিএনপি নেতা নুরুল ইসলাম সরদার ও সাধারণ সম্পাদক হানিফ সরদারের নেতৃত্বে আমলাপাড়া মাদ্রাসার শিক্ষক, স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসী মিছিল নিয়ে ডিসি ও এসপি অফিসে গিয়ে স্মারকলিপি জমা দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত