ঢাকা ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ সোহেল মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১০। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১০-এর উপ-পরিচালক (অপ্স ও মিডিয়া) এম. জে. সোহেল।

তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৪ লাখ ৩৫ হাজার টাকা মূল্য মানের ১৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এ সময় তার নিকট থেকে মাদক বহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে আসছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত